তুরস্কে ভূকিম্প বিধ্বস্ত এলাকায় যাচ্ছে গাউসিয়া কমিটির ত্রাণ

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ এবার তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্যে এগিয়ে এসেছে। খাদ্যসামগ্রীসহ, ওষুধপত্র, সুপেয় পানি, শীতের কাপড় ও অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় পরিষদ। গতকাল শুক্রবার বিকালে নগরীর ষোলশহর আলমগীর খানকাহ শরীফে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

গাউসিয়া কমিটির চেয়ারম্যান পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিযার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, মহনাগর সভাপতি তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহেল প্রমুখ। সংগঠনটির মিডিয়া সেলের প্রধান অধ্যক্ষ আবু তালেব বেলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ জানুয়ারি

তুরস্কের বাংলাদেশ কনসাল জেনারেলের হাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সমূহে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবার প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, শীতের কাপড়, কম্বল, ড্রাইফুড জাতীয় খাদ্যসামগ্রী হস্তান্তর করা হবে। এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে তুরস্কের দূতাবাসের সাথে যোগযোগ করা হচ্ছে। এ ব্যাপারে দেশের সামর্থবান বিত্তশালীদের গাউসিয়া কমিটির ত্রাণ তহবিলে উপরোক্ত ত্রাণসামগ্রী দিয়ে সাহয্যের হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন সংগঠনটির চেযারম্যান পেয়ার মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ সরকারের আমলে ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে : পেয়ারুল ইসলাম
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে তৈরি হতে হবে