শিক্ষকদের সম্মান রক্ষার্থে সঠিক পদক্ষেপ নেয়া জরুরি

সত্যজিৎ সরকার | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

আমাদের সময়ে আমরা শিক্ষককে সম্মান এবং ভয় করতাম। কখনো শিক্ষকের সামনে মাথা উঁচু করে কথা বলার কথা ভাবতে পারতাম না। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের ধাপ পেরোনোর পরও। এখন যা দেখছি তাতে শিক্ষার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আতংকিত, শংকিত। শিক্ষকের গলায় জুতার মালা পরানো, ছাত্র কর্তৃক শিক্ষক নিহত-সবই অকল্পনীয় ব্যাপার। এখুনি এসব অনিয়মের যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে শিক্ষকদের অসম্মান আরো বৃদ্ধি পাবে। আগামিতে কেউ শিক্ষকতা-কে পেশা হিসেবে বেছে নিতে অনেক চিন্তা ভাবনা করবে। এটাই স্বাভাবিক। তাই সময় থাকতে সঠিক পদক্ষেপ খুবই প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধমানসিক বিকৃতির আরেক নাম টিকটক
পরবর্তী নিবন্ধশিক্ষক লাঞ্ছনার লজ্জা পুরো জাতির!