প্রাণ-প্রকৃতির সুরক্ষা নিশ্চিত হোক

মো. আশরাফুল ইসলাম | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

গরমের তীব্রতা দিনদিন বাড়তে থাকায় মানুষের কষ্ট ও দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভ্যাপসা গরম আর প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ, পশুপাখি আর সবুজ বৃক্ষরাজি। ভ্যাপসা গরমে চরম বেকায়দায় পড়েছে শ্রমজীবী মানুষজন। অনেকেই জীবিকার তাগিদে বের হতে পারছেন না। টিনের চালার ঘরে বসবাসকারী মানুষের দুর্ভোগও চরম আকার ধারণ করেছে। সময় যত গড়ায় তাপদহ ততই বাড়তে থাকে। এই গরমে ছাদের পানির ট্যাঙ্কিও ফুটন্ত পানির আধারে পরিণত হচ্ছে। একটু স্বস্তি ও প্রশান্তির পরশ পেতে মানুষজন ছুটছে গাছের শীতল ছায়ায়। মূলত প্রকৃতির এমন অস্বাভাবিক আচরণের জন্য মানুষই দায়ী। মানুষ প্রকৃতির ওপর নানাভাবে খবরদারি করছে। তারা নির্বিচারে বৃক্ষনিধন, পাহাড় পোড়ানোর মতো প্রকৃতি বিধ্বংসী কাজে মেতে উঠেছে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অন্যদিকে মানুষ বেপরোয়াভাবে দখল করেছে খালবিল ও নদীনালা। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। পরিণামে প্রকৃতিও বৈরী আচরণ করছে। মানুষের নির্মম আচরণের শিকার হয়ে ধীরে ধীরে প্রতিটি ঋতুই তার স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। ফলে অসময়ে বন্যা, বৃষ্টি, খরার মতো দুর্যোগের কবলে পড়ছে গোটা দেশ। যে সময়ে বৃষ্টি হওয়ার কথা, সে সময়ে বৃষ্টি হচ্ছে না। ফলে মাঠঘাট ফেটে চৌঁচির হয়ে যাচ্ছে। আবার অসময়ে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো দেশ। তাছাড়া বায়ুমণ্ডলের উষ্ণতাও দিনদিন বাড়ছে। প্রাণপ্রকৃতি রক্ষার জন্য আমাদের এখনই সচেতন হতে হবে এবং প্রকৃতি বিধ্বংসী আচরণ পরিহার করতে হবে। সবাইকে প্রকৃতির প্রতি সদয় হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং থেকে সমাজকে রক্ষা করা হোক
পরবর্তী নিবন্ধশ্রাবণীর সুখ স্বপনচারিণী