শামসুল হক ও মুসলিম মিয়া ছিলেন দল অন্তঃপ্রাণ নেতা

দোয়া মাহফিলে ডা. শাহাদাত

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদল নেতা মরহুম শামসুল হক ও কোতোয়ালী থানা বিএনপির সহ-সভাপতি মো. মুসলিম মিয়ার রুহের মাগফেরাত কামনায় গতকাল মঙ্গলবার বাদে আসর নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে আয়োজিত মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. মোজাফ্‌ফর। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, মরহুম শামসুল হক ও মুসলিম মিয়া ছাত্রজীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে দলের সাংগঠনিক তৎপরতায় নিজেদের সম্পৃক্ত রেখেছিলেন। এজন্য তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত প্রিয়। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, শামসুল হক ও মুসলিম মিয়া যুবদলকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তারা দুজনই ছিলেন ত্যাগী, সৎ, সাহসী ও নিবেদিত প্রাণ নেতা।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, শামসুল হক ও মুসলিম মিয়া মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি ও চট্টগ্রামের যুবদলকে সংগঠিত করার জন্য তিনি কাজ করেছেন। দোয়া মাহফিলে অংশ নেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, নগর বিএনপির সদস্য হারুন জামান, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর এম এ মালেক, হাজী নুরুল হক, মো. মহসিন, আবদুল হালিম স্বপন, ইদ্রিস আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকুমিল্লা মামার ৩৬ বার্ষিক মাহফিল ৫ জুলাই