শরীরে ৩ কোটি ২১ লাখ টাকার স্বর্ণ

আজাদী প্রতিবেদন

চট্টগ্রাম শাহ আমানতে দুবাই ফেরত যাত্রী আটক | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ জিয়া উদ্দিন নামে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এছাড়া তার শরীরে আরও ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। জিয়াউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে

 

চট্টগ্রামে আসেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্বর্ণ বার জব্দ ও তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন তিন কেজি ৮২৭ গ্রাম বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান। এর আনুমানিক বাজার মূল্য তিন কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা। জিয়া উদ্দিন হাটহাজারী থানার এনায়েতপুর গ্রামের আমজাদ আলী মিস্ত্রি বাড়ির আবুল বাশারের ছেলে।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা সাইফুর রহমান আরও জানান, হাটহাজারীর ধলই এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রী সকাল ৬টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন খবরের ভিত্তিতে তার আসন ২৮বি থেকে তাকে নিয়ে আসি

আমরা। ইমিগ্রেশন শেষে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তাকে তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ১৫টি ও জুতার ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া পেটের ভেতরে করে আরও স্বর্ণের বার আনার তথ্য আমাদের

দেন। এঙরে রিপোর্টের ভিত্তিতে পায়ুপথের মাধ্যমে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তার শরীরে আরও ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। জিয়া উদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি আইনে পতেঙ্গা থানায় মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের