শরত

ইকবাল বাবুল | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:৩৫ পূর্বাহ্ণ

দৃষ্টি জুড়ে বৃষ্টিতো নেই মেঘের আনাগোনা
গর্জে ওঠা দেয়ার সে’ ডাক যায় না তো আর শোনা
বিজলি এখন ছড়ায় না তার চমকে দেবার দ্যুতি
আকাশ যেন শাদা কাপড় ফিনফিনে তার সূতি ।
চোখ ফেরাতেই খালের ধারে দেখি কাঁশের ফুল
বাতাস এসে জটলা পাকায় কী এক হুলুস্তূল
নদীর চরে গাঙকবুতর দেয় মেলে তার ডানা
ঝর ঝরিয়ে ঝরতে থাকে মিষ্টি রোদের দানা
আমি তো এক গ্রামের ছেলে সুযোগ পেলে ঘুরি
ঘরের ভেতর একলা বসে থাকবে কে ধুত্তুরি
অনেক ভোরে খুশির তোড়ে যাই কুড়োতে জুঁই
সাবরিনা তার সঙ্গে রাখে লালসূতো আর সুঁই
চারদিকে বেশ শান্ত নিঝুম নেই কোলাহল মোটে
পাখপাখালি বেরিয়ে পড়ে ঘুম থেকে যায় উঠে
কেউ করে বেশ কিচির মিচির, কেউ সুরে গায় গান
বুকের ভেতর কাজ করে তাই অন্যরকম টান
এমন সময় কেমন করে তাই থাকি আর চুপ
চোখের তারায় থমকে দাঁড়ায় অনিন্দ্য এক রূপ
রূপের ছটায় নিসর্গটায় পাই সে প্রাণের সাড়া
শরত রূপের পরত খুলে ছড়ায় খুশির ধারা ।

পূর্ববর্তী নিবন্ধআদি কথা
পরবর্তী নিবন্ধঝরা পাতার গান