শরতের শুভ্র-সুন্দর অনুভূতিগুলো

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:২২ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত আয়োজন ‘শরতের শুভ্র-সুন্দর অনুভূতিগুলো’ শীর্ষক অনুষ্ঠানের কথামালা পর্বে আলোচকরা বলেন, শরৎ হচ্ছে সুন্দরের ঋতু, পরিচ্ছন্নতার ঋতু। বর্ষাশেষে এ ঋতুর উপস্থিতি মানব মনে ইতিবাচক ও সুন্দর অনুভূতি জাগ্রত করে। মনের কৌলিন্যতা দূর করে। তাই আমাদের সঙ্গীত ও সাহিত্যে শরৎ ঋতু নিয়ে রয়েছে অসংখ্য কালজয়ী গান।
গতকাল বৃহস্পতিবার নগরীর শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে শরৎ ঋতু নিয়ে উচ্চারকের ষষ্ট পর্বের এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে শরৎ নিয়ে আলোকপাত করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক জাহেদ মোতালেব। স্বাগত বক্তব্য রাখেন উচ্চারকের সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তী।আবৃত্তিশিল্পী দিপা দাশ মিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে শরতের কবিতা আবৃত্তি করেন মিলি চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, লাভলী আকতার নিশাত, স্নিগ্ধা বড়ুয়া, সরোয়ার আলম দীপ, এ এফ ফাহিম, জান্নাতুল ফেরদৌস কাজল। অনুষ্ঠানে উচ্চারকের সদস্যদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন এ্যানি চৌধুরী, রোখসানা আফরিন সিলভিয়া, ইকরা বিনতে বিল্লাহ, মিকা মণ্ডল, দেবজয় চক্রবর্তী, ফারিহা ফেরদৌস। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন এ এস এম এরফান ও মৌসুমী চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন কান্তা দে ও রুবাইয়া বিনতে আকবর। কবি ভবানী প্রসাদ মজুমদারের শরৎ আসে, শরৎ হাসে কবিতার বৃন্দ আবৃত্তি করেছে উচ্চারক শিশুকুঞ্জের শিল্পীরা। এতে অংশ নেন ফাবিহা তাহের আবৃত্তি, রাদিয়া জাহেদ, ফারাহ তাহের প্রকৃতি, প্রিয়ন্তী বড়ুয়া, পড়শী বড়ুয়া, অর্পিতা চৌধুরী ও শাহরিয়ার হোসেন সীমান্ত।নৃত্য পরিবেশন করেন মৃত্তিকা বড়ুয়া ও প্রাচী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার সকালে গান শোনাবেন শাওন
পরবর্তী নিবন্ধওয়েব ফিল্মে ‘দুই দিনের দুনিয়া’