লোহাগাড়ায় মরিচ ক্ষেত থেকে বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ২:৩২ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সামশুল আলম (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। কৃষক সামশুল আলম ওই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার পুত্র ও ৮ সন্তানের জনক।

বৃদ্ধের ভাতিজা ইলিয়াছ চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৭টার দিকে বসতঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মরিচ ক্ষেতে কাজ করতে যান এবং দুপুর ১২টার দিকে ফিরে আসেন কৃষক সামশুল আলম। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় তার স্ত্রী ক্ষেতে খোঁজখবর নিতে যান।

এ সময় দেখতে পান ক্ষেতে তার মরদেহ পড়ে আছে। তবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুল মাবুদ রয়েল ক্ষেতে এক বৃদ্ধ কৃষকের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের কাছ থেকে শুনেছেন ওই বৃদ্ধ হিট স্ট্রোকে মারা গেছেন।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন জানান, বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে গার্মেন্টস কর্মীর ঝু’লন্ত লা’শ উদ্ধার
পরবর্তী নিবন্ধচুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার