লামায় কোয়ান্টামের মিলনমেলা

| রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে গত ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো টোটাল ফিটনেস সাফারি। শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক অর্থাৎ জীবনের চারটি মৌলিক ভিত্তি নিয়ে কোয়ান্টাম এবছর টোটাল ফিটনেস কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ভ্রমণ, ইয়োগা ও মেডিটেশন নিয়ে এই সফরকে বলা হচ্ছে টোটাল ফিটনেস সাফারি।

বিশেষ সেশন পরিচালনা করেন ডা. মনিরুজ্জামান। দলটির সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুজ্জামান বলেন, ‘এখানে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, সিলেট, গাইবান্ধা থেকে আমরা একত্র হয়েছি। কোয়ান্টাম লামা সেন্টারের ভ্রমণের পাশাপাশি মানসিক প্রশান্তি অর্জনের লক্ষ্যে টোটাল ফিটনেসের বার্তা সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই সফর সাজানো হয়েছে।

উপস্থিত ছিলেন ইলিয়াস খান, খায়রুল আলম, কবীর আহমেদ খান, জিহাদুল ইসলাম জিহাদ, রাজু হামিদ, শাকিলা রুমা, শেখ জামাল, শাহনাজ শারমিন, সীমান্ত খোকন, মো. মোমিন হোসেন, দুলাল খান, দেলোয়ার জালাল, সালিম সামাদ, . অখিল পোদ্দার, সুরকার পঞ্চম, মজিদ সুজন, শামীম আহমেদ, রাশেদ আহমে রুহুল আমিন বাচ্চু, নির্ঝর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধলোহাগাড়া স্বাস্থ্য কমপেক্সে দুই বছর পর আবারও সার্জারি কার্যক্রম শুরু