লোহাগাড়া স্বাস্থ্য কমপেক্সে দুই বছর পর আবারও সার্জারি কার্যক্রম শুরু

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে এক হার্নিয়া রোগীর অপারেশনের মধ্য দিয়ে আবারও সার্জারি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে প্রায় দুইবছর পর ওই অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি কার্যক্রম শুরু হল। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, প্রায় দুই বছর সার্জারি কনসালটেন্ট না থাকায় হার্নিয়াসহ বিভিন্ন অপারেশন কার্যক্রম বন্ধ ছিল।

এখন আবারও সার্জারি কার্যক্রম চালু হয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি রোগীদের সরকারি হাসপাতালমুখী করতে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করছি।

যার ফলে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর সেবায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া পর্যাপ্ত জনবল থাকলে আমাদের সেবার মান আরো বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী নিবন্ধলামায় কোয়ান্টামের মিলনমেলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সভা