লামাসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল বন্ধে সংহতি সমাবেশ

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বান্দরবান লামায় ম্রো ও ত্রিপুরাদের জুম ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসকারীদের গ্রেপ্তার ও শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং ভূমি ফেরত দেয়ার দাবিতে সংহতি সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা। গত শুক্রবার নগরীর ডিসি হিল হতে মিছিল করে প্রেস ক্লাবের সামনে থেকে ঘুরে এসে চেরাগি পাহাড় মোড়ে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাকের সভাপতিত্বে এবং পিসিপি মহানগর শাখার আহ্বায়ক অমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, সত্যজিত বিশ্বাস, ডা. সুশান্ত বড়ুয়া, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবু ইউছুপ শাহ ছিলেন বিখ্যাত সুফি সাধক
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে মমতার আরবান জরিপ কার্যক্রম উদ্বোধন