পাহাড়তলীতে মমতার আরবান জরিপ কার্যক্রম উদ্বোধন

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

মমতার পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্‌থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের উদ্যোগে পাহাড়তলী ওয়ার্ডে দরিদ্র ও অতি দরিদ্র শনাক্তকরণ কার্যক্রম জরিপের উদ্বোধন হয়। গতকাল শনিবার নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর মো. জহুরুল আলম জসীম ও ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে জরিপের উদ্বোধন করেন। মমতার উপ-প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, স্বপ্না তালুকদারসহ অন্যরা। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর নিকট স্বাস্থ্য সেবা প্রদানে আরও কার্যকরী হওয়ার জন্য ওয়ার্ডে দরিদ্র ও অতি দরিদ্র শনাক্তকরণ জরিপ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে যা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা, সমন্বয় এবং নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামাসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল বন্ধে সংহতি সমাবেশ
পরবর্তী নিবন্ধপটিয়ার কচুয়াইয়ে তিল চাষে এগিয়ে এলেন স্থানীয় কৃষক