আবু ইউছুপ শাহ ছিলেন বিখ্যাত সুফি সাধক

ওরশ মাহফিলে বক্তারা

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

হযরত আবু ইউছুপ শাহ আমির ভান্ডারী ছিলেন ইসলাম ধর্মের উচ্চ শিক্ষিত বিখ্যাত সুফি সাধক ও আধ্যাত্বিক ব্যক্তিত্ব। ইসলাম ও তরীকত নিয়ে তার রচিত বহু গ্রন্থও রয়েছে। আমির ভান্ডার দরবার শরীফের সুফি সাধক হযরত মাওলানা আবু ইউছুপ শাহ আমির ভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ১০ মে পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের গাউছিয়া আমিরীয়া খলিল মঞ্জিলের পীরজাদা শাহসূফী সৈয়দ মাওলানা সৈয়দ আমির উদ্দীন শাহ আমির ভাণ্ডারীর সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (দঃ) এর আলোচনা সভায় অংশ নেন শাহসূফী আল্লামা সৈয়দ মামুন রশীদ শাহ আমিরী, সামুনুর রশীদ শাহ আমিরী, সৈয়দ ফকরুদ্দিন শাহ আমিররী, সৈয়দ ফোরকানুল হক শাহ আমিরী, শাহজাদা সৈয়দ আসাদুজ্জমান শাহ আমিরী। বার্ষিক ওরশ ও সংবর্ধনা অনুষ্ঠানে আলোচক ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাছান মুরাদ বিপ্লব, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি ও চরলক্ষা ইউপি চেয়ারম্যান সোলামান তালুকদার, পটিয়া পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ গিয়াস উদ্দিন আজাদ ও কাউন্সিলর শেখ সাইফুল। তকরীর পেশ করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম আল কাদেরী, মাওলানা রবিউল ইসলামের কদেরী, মাওলানা মোরশেদুল হক কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়কে উল্টে যাওয়া ট্রাকের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধলামাসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল বন্ধে সংহতি সমাবেশ