লাখো শহীদের রক্তে কেনা দেশ

দিলরুবা আক্তার চৌধুরী | মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

লাখো শহীদের রক্তে কেনা আমার এদেশ ভাই / সবুজ শ্যামল মনোরম এমন দেশ কোথাও নাই/ ধন সম্পদে ভরা ছিল আমার সোনার দেশ/ তাইতো শোষণ করতে আসে পাক হানাদার ইংরেজ/ দুশো বছর শাসন করে ইংরেজ বেনিয়া/ দেশটাকে ভাগ করে নিয়ে যায় সম্পদ ছিনিয়া/ এরপর চলে পাকিস্তানের শোষন শাসন/ বাংলার সম্পদ পাচার করে চালায় নির্যাতন/ কেড়ে নিয়ে যায় বাঙালীর মুখের ভাষা / দূর্বার বাঙালী জেগে ওঠে পায়না ভরসা/ গর্জে ওঠে বাঙালী মাতৃভাষার দাবীতে / প্রতিবাদে বাধ্য হয় ভাষার দাবী মেনে নিতে / হানাদার চায়না দিতে রাজনৈতিক অধিকার / তাইতো সাত কোটি জনতা চায় স্বাধিকার / জাতির পিতা বঙ্গবন্ধু ঘোষণা দেন স্বাধীনতার / বীর বাঙালী অস্ত্র ধরে মানেনি জুলুম অত্যাচার ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে / বাঙালী এনেছে বাংলাদেশের বিজয় ছিনিয়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠা করতে চাই আমাদের সত্যিকার বাংলাদেশ
পরবর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ