রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে

৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, মানব সভ্যতার ক্রমবর্ধ্বমান বিকাশের জন্য জাতিসংঘ গঠন ছিলো একটি সুখবর। দু’টি বিশ্বযুদ্ধের বিভীষিকার পর তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হওয়াটাই জাতি সংঘের সবচেয়ে বড় সাফল্য। রোহিঙ্গা সমস্যা আমাদের সক্ষমতা ও সরলতার উপর বড় আঘাত। এই সমস্যা সমাধানে জাতিসংঘ আরো জোরালো ভূমিকা রাখবে বলে আশা রাখি। তিনি বলেন, জাতিসংঘের প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি। আমি প্রত্যাশা করি, যখন যে দেশে কোভিড প্রতিরোধক আবিষ্কার হবে তা যেন গরীব ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য হয়। সে ব্যাপারে জাতিসংঘকে উদ্যোগী হতে হবে। তিনি গতকাল সকালে নগরীর টিআইসি মিলনায়তনে জাতিসংঘের ৭৫ বছর পূর্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এনআইইউপিসিপি’র সদস্য সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হক। বক্তব্য রাখেন প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, এলআইইউপিসির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান, প্রকৌশলী সাইফুর রহমান, কোহিনুর আক্তার, জিয়াউর রহমান, শাহিদা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুটির খোঁজ মেলেনি ৩ দিনেও
পরবর্তী নিবন্ধসিইউএফএল সিবিএ নির্বাচন আজ