রোটারি ক্লাব অব চিটাগাংয়ের শিক্ষা সহযোগিতা প্রদান

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

চারজন শিক্ষার্থীর পাশে দাঁড়ালো রোটারী ক্লাব অব চিটাগং এলিটস। সম্প্রতি ক্লাবের পূর্ব মাদারবাড়ীর কার্যালয়ে এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ ও বকেয়া বেতন এবং একই সাথে পিতার অসুস্থতার কারণে অর্থাভাবে পড়ালেখা বন্ধের সিদ্ধান্ত নেওয়া এক ছাত্রকে বেসরকারী কলেজে ডিগ্রীতে ভর্তির পূর্ণাঙ্গ সহযোগিতা এবং তার দায়িত্ব নেন ক্লাবের পিপি ও সাবেক এসিস্ট্যান্ট গভর্নর আমিনুল হক বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন এলিটসের সভাপতি রোটারিয়ান নুরুদ্দিন চৌধুরী রোমেল, সাধারণ সম্পাদক মুনির হাসান তমাল, ক্লাব ডাইরেক্টর রোটারিয়ান তাহমিদুর রহমান এবং রোটারিয়ান মালকুতুর রহমান। রোটারিয়ান আমিনুল হক বাবু বলেন, রোটারী ক্লাব অব চিটাগং এলিটস ব্যতিক্রমী মানবিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের অবহেলিত শ্রেণির পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন রোটারী জেলা ৩২৮২ র ক্লাব সমূহের সম্মিলিত প্রচেষ্টায় গভর্নর রুহেলা খান চৌধুরীর দিকনির্দেশনায় মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের ব্রত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনুষ্ঠানিকতার ম্যাচে খুলনার কাছে হারল বরিশাল
পরবর্তী নিবন্ধমহেশখালীতে টমটম চাপায় শিশুর মৃত্যু