রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সচেতনতা কার্যক্রম

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস

| শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে ‘বন এবং জীবিকা মানুষ এবং গ্রহকে টিকিয়ে রাখে’ এই প্রতিপাদ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। নগরীর বাকলিয়া, পতেঙ্গা এবং কালুরঘাট এলাকায় সহ আশেপাশের এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম এবং সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ শফিউল আজমের পরিচালনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেখার হোসেন ইমুর নেতৃত্বে প্রকৃতি সংরক্ষণে আমাদের করণীয় সর্ম্পকে পথচারী, বিভিন্ন শ্রেণির মানুষকে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করে যুব স্বেচ্ছাসেবকরা। লিফলেট বিতরণকালে জনসাধারণকে পরিবেশকে নিরাপদ আশ্রয়স্থল ও সুরক্ষা রাখতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া বনভূমি ধ্বংস কঠোর ভাবে রোধ করা, বনায়ন সৃষ্টি করে প্রকৃতিকে রক্ষা করতে সচেতন হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সূমহ উপস্থাপন করা হয়। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আওতাধীন স্কুল, কলেজ ইউনিট সমূহে বৃক্ষ রোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময়সীমা বাড়ল ১৫ দিন
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে ১৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ আটক