রূপেন বড়ুয়ার পিএইচডি ডিগ্রি লাভ

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

পটিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপেন বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৪৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গণিত বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর (অব🙂 . গনেশ চন্দ্র রায় এই গবেষণার সুপারভাইজার ও প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্ল্যাহ কোসুপারভাইজার ছিলেন। গবেষণার শিরোনাম হল‘ Continuous Time Inventory System With Postponed Demand Reneging Pool Customers and Rejection of Buffer Customers ‘. ইতোপূর্বে রূপেন বড়ুয়ার গবেষণার বিভিন্ন আর্টিকেল আজাদী ও পৃথিবীর বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রয়াত অধ্যাপক অনিল চন্দ্র বড়ুয়া ও সাধিকা শ্রীমতী মীনা রানী বড়ুয়ার প্রথম পুত্র। রাউজান উপজেলার আবুরখীল নন্দনকানন গ্রামে জন্মগ্রহণকারী রূপেন বড়ুয়ার গবেষণা কাজে সহায়তা করেন তাঁর সহধর্মিণী খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিভাবকদের জন্য নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনে কর্মশালা
পরবর্তী নিবন্ধদোহাজারীতে সাত ব্যবসায়ীকে জরিমানা