দোহাজারীতে সাত ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌর সদর এলাকায় বাজার মনিটরিং টিম অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ৭ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ

অভিযান পরিচালিত হয়। জানা যায়, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল দুপুরে দোহাজারী পৌর সদরে বিভিন্ন মুদি দোকান ও কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বেশি দামে পণ্য বিক্রয় করায় ৭ ব্যবসায়ীকে ৯,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

তিনি জানান, বাজার মনিটরিংয়ের সময় বিভিন্ন অনিয়ম পাওয়া যায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় কাঁচা বাজার ও মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও ক্রয়মূল্যের ভাউচার যাচাই করা হয় এবং অনিয়মের ব্যাপারে সতর্ক করা হয়। পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরূপেন বড়ুয়ার পিএইচডি ডিগ্রি লাভ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেইজিং ইউর ড্রিম জব’ শীর্ষক সেমিনার