প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেইজিং ইউর ড্রিম জব’ শীর্ষক সেমিনার

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজনেস ক্যারিয়ার ক্লাব ও বিএসএইচআরএম চিটাগং চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ‘চেইজিং ইউর ড্রিম জব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। গত সোমবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসাশিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর মোহাম্মদ মঈনুল হক।

 

ফ্যাসিলিটেটর ছিলেন ইউনিটেঙ এলপি গ্যাস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আতিকুল ইসলাম চৌধুরী, জিপিএইচ ইস্পাতের ম্যানেজাররিওয়ার্ড মো. হামেদ হাসান রিয়াদ, রুবি সিমেন্টের হেড অব এইচআর মিজানুর রহমান ও প্যাসিফিক জিনসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নোমান বিন

জহিরুদ্দিন। সেমিনারে কনভেনর ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ব্যবসাপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএসএইচআরএম চিটাগং চ্যাপ্টারের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, ফাউন্ডার সেক্রেটারি আরিফ উল্লাহ, ফাউন্ডার মেম্বার ইশরাক হোসাইন, ট্রেজারার ফারহানা আফরোজ, ইসি মহিউদ্দিন কাউছার, হেদায়েত উল্লাহ (কেএসআরএম), মনজুরুল ইসলাম (সেভেন রিংস সিমেন্ট), আতিকুল আলম মজুমদার (আজাদী জবস), লিটন মিয়া মৃধা (সিপিডিএল), এবং এডভোকেট নিলুফার ইয়াসমিন।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে সাত ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধঅপটোমেট্টিদিবস উপলক্ষে র‌্যালি