অভিভাবকদের জন্য নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনে কর্মশালা

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউজিসির উদ্যোগে গত বুধবার নিষ্পাপ স্কুল অডিটোরিয়ামে ‘সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট ট্রেনিং ফর পেরেন্টস অফ চিলড্রেন উইথ অটিজম’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী।

সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রেখে সেশন পরিচালনা করেন সেশন স্পিকার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমিনুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে ১৫ জন বিশেষ শিশুর অভিভাবক ও নিষ্পাপ স্কুলের ২০ জন শিক্ষিকারা উক্ত প্রশিক্ষণে গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআশালতা
পরবর্তী নিবন্ধরূপেন বড়ুয়ার পিএইচডি ডিগ্রি লাভ