রাস্তা পারাপারের সময় চালকদের সতর্ক হওয়া প্রসঙ্গে

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

প্রিয় চালক ভাইয়েরা, আপনার গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন না করলে জনজীবন হুমকির মুখে পড়ে। রাস্তা পার হওয়ার সময় সবাই সমানভাবে পার হয় না। কেউ অসুস্থ, কেউ বৃদ্ধ আবার কেউ শিশু। যখন পথচারী রাস্তা পার হয়, তখন আপনাদের আরও বেশি সতর্কতা ও সহযোগিতা বিশেষভাবে কাম্য। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ি বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এতে দুর্ঘটনা কমবে এবং জনজীবনের নিরাপত্তা বৃদ্ধি পাবে।

অংকুর পাল (প্রান্ত)
দেওয়ান বাজার, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধভারতে নারীবাদের প্রবর্তক কবি মহাদেবী ভার্মা