রাশেদ রউফ-এর অন্ত্যমিল

গম ন’ লাগের

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

(আঞ্চলিক একটি গান থেকে শিরোনাম দেওয়া হয়েছে)
গম ন’ লাগের
গম ন’ লাগের
গম ন’ লাগের

আজ যেখানে হাসিখুশি
কাল সেখানে কষ্ট
মুহূর্তে হয় চিত্র বদল
ভাবনাটা হয় নষ্ট।

চোখে ভাসে কার কোনো মুখ?
আদর কাড়া, কিংবা রাগের?

গম ন’ লাগের
গম ন’ লাগের
গম ন’ লাগের।

কেউ চাচ্ছে কারফিউ কেউ
আবারো লকডাউন
ভয়-আতঙ্কে ক্ষুধাও উধাও
উধাও খাওন দাওন।

দূরের মানুষ দূরে থাকে
কাছের লোকও দূরে
অনিশ্চিত জীবন মানে
শঙ্কা-ভবঘুরে।

আসবে ফিরে আগের সে-দিন
যেসব ছিল অনুরাগের?

গম ন’ লাগের
গম ন’ লাগের
গম ন’ লাগের।

পূর্ববর্তী নিবন্ধফের শনাক্তের বিশ্ব রেকর্ড ভারতে, মৃত্যু ২৭৬৭
পরবর্তী নিবন্ধকবরী একটি নদীর নাম