রাশেদ রউফ-এর অন্ত্যমিল

দেমাগ

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:০০ পূর্বাহ্ণ

জ্ঞানী মানুষ বিনয়ী হন
থাকেন ভালোবাসাতে
আশে-পাশের লোকগুলোকে
রাখেন আলো-আশাতে।

অল্প বিদ্যা ভয়ংকরী
জ্বালিয়ে মারে অন্যকে
হিংসুটে মন নিয়েই চলে
হার মানায় সব বন্যকে।

দেমাগ দেখায় যখন তখন
কথায় সেরা, কাজে না;
‘খালি কলসি বাজে বেশি
ভরা কলসি বাজে না’।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বিদেশী পরামর্শক প্রতিষ্ঠানের সাথে বসছে বন্দর কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ছাত্রলীগের অবরোধ গাড়ি ভাঙচুর, আটক ৩