খাগড়াছড়িতে ছাত্রলীগের অবরোধ গাড়ি ভাঙচুর, আটক ৩

কমিটি বাতিলের দাবিতে আল্টিমেটাম

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:০০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে টায়ারে জ্বালিয়ে অবরোধ করেছেন উপজেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবি জানিয়ে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ সময় অন্তত ১০টি পর্যটকবাহী গাড়ি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দীঘিনালা ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। খাগড়াছড়ির জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের নিয়ে দীঘিনালা উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে গতকাল রোববার সকালে এ অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। আটকৃতরা হলেন উপজেলা ছাত্রলীগ নেতা অপু চৌধুরী, রুবেল চক্রবর্তী (বাবু) ও আমানুর রহমান শান্ত।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমরা তিনজনকে আটক করেছি। আমরা অবরোধকারীদের সরিয়ে দিয়েছি।’ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের লাগাতার স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেলা আ’লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতারা। এসময় অভিযোগ করা হয়, ‘শনিবার (গতকাল) নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে দীঘিনালা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, মাটিরাঙা উপজেলা, রামগড় উপজেলায় বিবাহিত, অছাত্র ও মাদক ব্যবসায় জড়িতদের দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার ঘোষিত কমিটি ও খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের মেয়াদোর্ত্তীণ কমিটি বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি আলোক ত্রিপুরা বিপন। এসময় ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল
পরবর্তী নিবন্ধ৭৮৬