রাতজাগা পাখি

জেসমিন সুলতানা চৌধুরী | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

নিশিকন্যা রাতের তারা কারো কারো জন্যে

আলতো পরশ ভেজায় জলে খুঁজতে থাকে হন্যে,

দেয় বিলিয়ে ফেরি করে নিজকে বারেবারে

ফেরার তাড়া নেইকো তাদের সমাজ ও সংসারে।

কোন সে সময় পাল্টে দিল সরল জীবনধারা

কেনইবা এই প্রলেপ মাখা আপন গতিহারা,

স্বপ্ন কেন পথ হারাল আঁধার গলির মোড়ে?

কেউ দেখে না বিষের ব্যথায় ফুঁপিয়ে কাঁদে ক্রোড়ে।

কোন সে জনে খেলল পাশা সাপ লুডুরই চালে

যায় লুকিয়ে ঘনঘটায় মেঘেরই আবডালে,

একটু খুঁজে করত প্রকাশ নগ্ন সে চেহারা

পিষ্ট হয়ে ঢেঁকির তলে ঝরতো বারিধারা?

চুপটি মেরে ঘুমিয়ে থাকা কষ্ট জমাটবাঁধা

চুঁইয়ে পড়ে দুগাল বেয়ে জীবন গোলকধাঁধা।

ফুল বিছানায় গা এলিয়ে সুখের বেচাকেনা

আলোক মাঝে পীরের সাজে বলছে কি তাজেনা।

লিখতে চায় না কেউ কখনো তাদের জীবন কাব্য

ভুল ক্যানভাসে রং তুলিতে ফোটে না আর নাব্য।

পূর্ববর্তী নিবন্ধচাই না কিছুই
পরবর্তী নিবন্ধউন্নত দেশের আদলে পরিবহন সেক্টরকে সরকারি নিয়ন্ত্রণে নেয়া প্রয়োজন