চাই না কিছুই

বনশ্রী বড়ুয়া | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

জলের কাছে হাত পাতলাম

স্নাত করো, পবিত্র করো

কপালে ছুঁয়ে দাও বিন্দু জমা শিশির।

স্বপ্নের কাছে হাত পাতলাম

প্রজাপতি হয়ে এসো,

পাপড়ির ভাঁজে এঁকে দাও উষার রেনু।

বিকেলো কাছে হাত পাতলাম

হলুদ রোদে শুকিয়ে মরা

সমস্ত গোপন ইচ্ছেকে নিমিষেই

উড়িয়ে দাও।

আঁধারের কাছে হাত পাতলাম

কণ্টক শয্যা মাড়িয়ে

বিনম্র রাত্রির গায়ে লাগাও

ফাগুন হাওয়া।

পূর্ববর্তী নিবন্ধরিক্ত শীত
পরবর্তী নিবন্ধরাতজাগা পাখি