রাঙ্গুনিয়ায় আশ্রয়ণ পল্লীর আড়াইশ বাসিন্দা পেল চিকিৎসা সহায়তা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১২:৫৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রসূতি পরবর্তী মা ও শিশুর পরিচর্যা সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মসূচি ও চিকিৎসা সেবা কার্যক্রম গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। প্রসূতি পরবর্তী মা ও তাঁর সন্তানদের কিভাবে যত্ন নেওয়া হচ্ছে সেই বিষয়ে চমেক কমিউনিটি মেডিসিন বিভাগের ৮০ জন শিক্ষার্থী মাঠ পর্যায়ে জরিপ কর্মসূচীর অংশ হিসেবে এই সেবাকার্যক্রমে অংশ নেন। মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. মোহাম্মদ রোকন উদ্দিন এবং ডা. মনোজ চৌধুরীর নেতৃত্বে এ সেবাকার্যক্রমে পরিচালিত হয়।

উপজেলার বেতাগী ইউনিয়নের আন্দরঘোনা আশ্রয়ন পল্লীর আড়াইশো বাসিন্দার ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীরা ৩২টি সচেতনতামূলক প্রশ্নের উপর জরিপ চালান এবং বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এতে সার্বিক সহায়তা করেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম, সম্পদ দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুন্দরপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে খেলাঘরের কর্মসূচি