জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে খেলাঘরের কর্মসূচি

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১২:৫৩ অপরাহ্ণ

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুর প্রকোপে আতংকিত দেশের জণগন। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতার কারণে নগরবাসী অসহনীয় ভোগান্তি পোহাচ্ছে। এমন পরিস্থিতিতে নগরীর জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘর মহানগরের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার কোতোয়ালী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন করণীয় ও নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলে মন্তব্য করেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি আজ খুব ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে মানুষের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির আশংকা দেখা দিয়েছে। বক্তারা মশা নিধনে সংশ্লিষ্ট সংস্থাকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। খেলাঘর মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর পুলক খাস্তগীর, দেবাশীষ রায়, প্রীতম দাশ, জয়ন্ত রাহা, জনার্দ্দন বনিক, প্রবাল চৌধুরী মানু, অধ্যাপক জোবেদা খানম, বিপ্লব মল্লিক, লিটন শীল, রবিশংকর সেন নিশান, আজিজুল হাকিম ইমরান প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর কমিটির সহসভাপতি মহিউদ্দিন শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আশ্রয়ণ পল্লীর আড়াইশ বাসিন্দা পেল চিকিৎসা সহায়তা
পরবর্তী নিবন্ধশরিফ খান