রাঙ্গুনিয়ায় আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের ঐতিহ্যবাহী আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান মাদ্রাসা মাঠে গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুল ও ইডেন নূর ইনস্টিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক আবদুল জব্বার ও মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন। শিক্ষক মোহাম্মদ হারুন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইডেন নূর ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহনুর তাসনিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, মীরেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, মাস্টার অনন্ত চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন জয় চৌধুরী
পরবর্তী নিবন্ধভারত-পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করবে না এসিসি