রাঙামাটিতে ৫০০ লিটার মদ ও তৈরি উপকরণ জব্দ

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৭:৪২ অপরাহ্ণ

রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাঙামাটি জেলা সদরের পিটিআই নতুনপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। অভিযান পরিচালনাকালে পিটিআই নতুনপাড়া এলাকার উত্তরপাশের শেষ মাথায় একটি পরিত্যক্ত ঘর হতে ৪৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে সুফল তালুকদারের হেফাজত হতে ৫০ লিটার চোলাই মদসহ মোট ৫০০ লিটার মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা বন্ধ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সাংবাদিকের বাড়ীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট