রাঙামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৪ দাবি

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

স্বাস্থ্যসেবা নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৪ দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচি ও স্মারকলিপিতে ৪ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। দাবিগুলো হল-স্বাস্থ্যসেবা নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের আইডি কার্ডের মাধ্যমে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করা। স্থগিত ও আটকে থাকা পরীক্ষাগুলো গ্রহনের জন্য দ্রুত রুটিন প্রকাশ এবং বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব বাতিল করা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী প্রান্ত রনি, অয়ন চক্রবর্তী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেরিন নিগার রিমি, অপি সাহা, আরিফুল ইসলাম, মোনালিসা তঞ্চঙ্গ্যাঁ, অর্ক বড়ুয়া, সুমন চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএতিমদের মাঝে অনন্য বাংলাদেশের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান