রাউজান রাঙ্গুনিয়া হাটহাজারী ও ফটিকছড়িতে ৩২ প্রার্থীই বৈধ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

দ্বিতীয় ধাপে চট্টগ্রামে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গতকাল যাচাইবাছাই করা হয়। এই চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী মনোনানয়পত্র জমা দিয়েছেন। গতকাল যাচাইবাছাইকালে ৩২ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। আগামী ২১ মে এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাউজান উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ তিন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একইভাবে রাঙ্গুনিয়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর একক প্রার্থী হিসেবে দুই উপজেলার ৫ প্রার্থী বিনাভোটে নির্বাচিত হচ্ছেন।

অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসান গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাই করেন। তিনি বলেন, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের তিন উপজেলার ভোট স্থগিত
পরবর্তী নিবন্ধবিডিনিউজ সম্পাদকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন