রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ইপিবির সেমিনারে বক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচি (এনইটিপি) ২০২১-২০২২ এর আওতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘রেজিস্টার্ড এক্সপোর্টার (আরইঙ) : আন্ডারস্টেন্ডিং অ্যান্ড ইম্প্লিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ ইপিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি বলেন, রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিলাইলেজেশনের যুগে বাংলাদেশ অদম্যগতিতে গ্লোবাল ভিলেজের সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছে। বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে অটোমেশন সিস্টেম বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানিকারদের সহযোগিতামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে, যার সুবিধা ভোগ করছে এদেশের রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, রপ্তানির বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের রপ্তানি বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। রিসোর্স পার্সন হিসেবে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপিবি ঢাকার উপ-পরিচালক কুমকুম সুলতানা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক মো. শামসুল আজম এবং আবছার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড যুবলীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসম্মিলিত-সমমনা ঐক্যজোটের সভা