রঙ্গবতীর ভালোবাসা চায়

নাজনীন লাকী | শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

আমার হৃদয়ে শীতল স্রোত বয়ে চলছে,

জানি আমি ছুঁয়েছ তুমি।

পাগল মন ভালোবাসার কাঙাল

তুমি যদি পারো তবে তাই দিও।

আমার শরীর জু্‌ড়ে আছে রঙ্গবতী

আমি চাই না তুমি রঙ্গবতীর প্রেম নাও।

আমি চাই তুমি শুধুই ভালোবাসো প্রাণ খুলে।

আমি সে ভালোবাসার অংশীদার হবো

তুমি রঙ্গবতীর প্রেম যদি চাও শুধু

তবে তা অংশীদারত্বের বাইরে যাবে।

পাবে শুধু ক্ষণিকের আমায়।

যদি রাখতে চাও আজীবন

তবে ভালোবেসো আপন হয়ে।

ভালোবাসায় পারে রঙ্গবতীর রঙে মিশতে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নযাত্রী অবসর পাঠাগার
পরবর্তী নিবন্ধসাংবাদিকতায় মৃত্যুকূপের অভিযাত্রী