যৌথভার

হাসান মসফিক | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সেইসব ভাংচুর, রইল।

রইল আমাদের অহেতুক সব যাতায়াত। কবি কবিতা আর অনন্ত বিলাপ। মিহিন্দা পাতায় পাতায় পাতানো সব ঘরসংসার, রইল। নাদেখানো শহরনগর রইল। ইচ্ছের দরজা, জানালার গভীর রঙয়ের পর্দার আইডিয়া রইল। দুইতিনটে নক্ষত্র, ভোরে ফোটে কিছু সন্ধ্যায় যেনবা স্থির হয়ে থাকার মতোই রইল। বিলম্বিত সব রতিক্রিয়ার হাহাকারও রইল

তুমি রইলে। আমি রইলাম। কিন্তু, পৃথিবীতে আমাদের কোন যৌথভার রইল না

পূর্ববর্তী নিবন্ধচট্টেশ্বরী রোড
পরবর্তী নিবন্ধআশি বিঘার মাঠ