যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের সেবা সপ্তাহ উদ্বোধন

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কলেজ ইউনিটের সেবা সপ্তাহ কার্যক্রম পরিচালনা করছে। গত ২৬ সেপ্টেম্বর সেবা সপ্তাহের উদ্বোধনী দিনে কার্যক্রমের অংশ হিসেবে কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিটের দলনেতা মোহাম্মদ মিনহাজুল আবেদীন। এ কার্যক্রমে আরো অংশ নেন-মো. শাহজাহান, সাকিবুল ইসলাম সোহাগ, আনোয়ারুল আজিম, সুষ্মিতা মজুমদার, আল আমিন, সাঈদা তাকওয়ার অপি, জারিন সাবা খান, ফারিহা নুসরাত, ফারাহ মেহনাজ মাহিন প্রমুখ। সেবা সপ্তাহের অন্যান্য কার্যক্রমগুলো হল – চোখউঠা রোগ বিষয়ক সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ, বৃদ্ধাশ্রমে বয়স্কদের ফলমূল ও খাবার প্রদান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা তৈরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদরুল পাশা এবং যামিনীভূষণ রায়দের নিয়তি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সম্প্রীতি সমাবেশ