যুবলীগ নেতা পার্থ সারথীর শয্যাপাশে এমপি মোছলেম

চন্দনাইশে বিক্ষোভ সমাবেশ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ প্রতিনিধি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর উপর রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে চন্দনাইশ উপজেলা যুবলীগ। গতকাল বুধবার উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী, ফোরক আহমদ, আজিজুর রহমান আরজু, ইয়াছিন আরাফাত চৌধুরী, আনসারুল হক, কৃষ্ণ চক্রবর্ত্তী প্রমুখ।
শয্যাপাশে এমপি মোছলেম : এদিকে, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীকে দেখতে গেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।
গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক পার্থ সারথী চৌধুরীকে দেখতে যান তিনি। এ সময় তিনি অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
স্বাশিপ : গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ত্রাসী হামলার শিকার স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীকে দেখতে যান। এ সময় তারা তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম, স্বাশিপ চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ খালেদ, স্বাশিপ নেতা মেজবাহুল হকসহ অন্যান্য স্বাশিপ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর যুবলীগ : আহত দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যান চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ নগর যুবলীগ নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য আবু সাইদ জন, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, মাইনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আবুল বশর চৌধুরী, রাজু আহমেদ, শাহীন আহমেদ, জহির উদ্দীন বাবুরী, আরিফুল ইসলাম মাসুম, এড. সৈয়দ রবি, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, মো. সাইফুল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, আজাদ হোসেন, সাজ্জাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধগরু পাচারকাণ্ডে নায়ক দেবকে তলব করল সিবিআই