যুক্তরাষ্ট্রের ‘ঋণের ফাঁদের’ অভিযোগ দায়িত্বজ্ঞানহীন : চীন

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বেইজিংয়ের ঋণদান কার্যক্রম উন্নয়নশীল দেশগুলোকে ‘ঋণের ফাঁদে আটকে ফেলছে’, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন করা এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে চীন।

বুধবার ইয়েলেন জানিয়েছিলেন, বিশ্বব্যাপী চীনের কিছু কার্যক্রমে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে দেশটির ঋণ দেওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন। ওই দিন এক শুনানিতে মার্কিন আইনপ্রণেতাদের তিনি বলেছেন, উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেওয়া ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে চীনের প্রভাব ঠেকাতে ওয়াশিংটন কঠিন পরিশ্রম করছে। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামো নির্মাণে উন্নয়নশীল দেশগুলোকে হাজার হাজার কোটি ডলার ঋণ দিয়েছে চীন, কিন্তু অনেক প্রকল্প প্রত্যাশিত লাভের মুখ না দেখায় ২০১৬ সাল থেকে ঋণ দেওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে এনেছে। বুধবার ইয়েলেন বলেছেন, চীন যুক্ত আছে বিশ্বব্যাপী এমন কিছু কার্যক্রম নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন, (তারা) দেশগুলোর সঙ্গে এমনভাবে জড়াচ্ছে তাতে ওই দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না এবং তারা ঋণের ফাঁদে আটকা পড়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরেলিগেশন থেকে বাঁচার সম্ভাবনা জিইয়ে রাখল মোহামেডান
পরবর্তী নিবন্ধমধ্যপ্রদেশে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ৩৫