যদি তুমি না হতে

নার্গিস জাহান | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

যদি তোমাকেই অস্বীকার করি তবে

আমার নিজের বলে কীবা থাকে আর

কোন রঙে আঁকি তবে বলো আমাদের ধরাধাম?

কোন নামে ডাকিব আমার দুরন্ত খোকার নাম?

আমার চপলা মেয়ে

কোন সুরে ডেকে ডেকে বুকে আসে ছুটে?

বলো কোন লয়ে তবে বাঁশরির সুর রাখাল তুলিবে ঠোঁটে?

ভাটিয়ালি ভুলে কী করে মাঝি নায়ের বৈঠা ধরে?

বাংলা না হলে

রবি নজরুল কবিতা হতো না লেখা।

বুক তোলপাড় করা ‘স্বাধীনতা আমার’ কবিতাও হতো না শেখা?

মায়ের ঠোঁটে ঘুমপাড়ানি গান যেত সব মুছে

আয় আয় বলে

চাঁদ মামাটারে ডাকতো না খোকা কাছে।

বাংলা তুমি আমার ভাষা আমার ভেতর শ্বাস

এ ভাষাতে কবিতা আমার গড়ি যত ইতিহাস।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টানা হোক
পরবর্তী নিবন্ধসম্পর্কের মূল্যবোধ