দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টানা হোক

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের অজুহাতে মার্চে বিদ্যুতের দাম ক্রমাগত লাফিয়ে লাফিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি জনজীবনে অসন্তোষ, ক্রোধ ও বিদ্বেষ সৃষ্টি করছে। ভোগ্য পণ্যের বাজারের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়ার কারণে মধ্যবিত্তের ওপর চাপ অত্যন্ত বেড়ে গেছে। চাল, চিনি, ছোলা, ডাল, তৈল, ময়দা, খেজুর, ব্রয়লার মুরগি,আটা নিত্য প্রয়োজনীয় সব জিনিসের মূল্য ঊর্ধ্বগতি। বাড়ি ভাড়া, ছেলেমেয়েদের পড়াশুনা এবং ব্যক্তিগত খরচ আয়ের বিশাল ব্যবধানে অনেকে রীতিমত হিমসিম খাচ্ছে। এই ঊর্ধ্বগতিতে সবচেয়ে বিপদে আছে মধ্যবিত্ত শ্রেণি। সীমিত আয় দিয়ে সংসার চালানোটা দুরূহ হয়ে পড়েছে। আমাদের দেশে ব্যবসায়ীরা একটু সুযোগ পেলেই দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় হালালহারামবৈধঅবৈধের তোয়াক্কাই করে না। এমতাবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারি কঠোর নজরদারি না বাড়ালে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটতে থাকবে।

মো: আবু নাঈম

সবুজবাগ, হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর : সাহিত্য শিল্প ও সংস্কৃতিতে স্মরণীয় ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধযদি তুমি না হতে