মোটরসাইকেলে লরির ধাক্কা, কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বাসায় ফেরার পথে নগরে লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থীর। তার নাম মো. হাবিবুর রহমান (২১)। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে ডবলমুুরিং থানার সামনে কদমতলী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।


এ সময় জসিম উদ্দিন (৩২) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন। নিহত হাবিব ঝর্ণাপাড়ার শাহজাহান ভবনের আব্দুর রশিদের ছেলে। সে বেসরকারি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনার পর লরিটি জব্দ করে ডবলমুরিং থানা পুলিশ। চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লোহা বোঝায় লরি ও মোটর সাইকেল দুইটি ফ্লাইওভার থেকে নিচে নামছিল।

ডবলমুরিং থানার সামনে মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় লরি। এতে মোটরসাইকেলের দুই আরোহী পড়ে গিয়ে আহত হন। তাদের উদ্ধার করে পুলিশ হাবিবুর ও জসীমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আহত অবস্থায় এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ২০ দিনে এসেছে ১২ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধতীব্র গরম, হাঁসফাঁস জীবন