মুজিব শতবর্ষ বীচ তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত দুই দিন ব্যাপী মুজিব শতবর্ষ ৩য় জাতীয় বীচ তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে গতকাল। দুই দিনব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। রানার আপ হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। রানার আপ হয় গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের পিছিয়ে রাখার কোন সুযোগ নেই। বিশ্বায়নের এ যুগে নারীরা বহুদূর এগিয়ে গিয়েছে। আমাদের সমাজে ইভটিজিং এখন এক ভয়ংকর ব্যধি হয়ে দাঁড়িয়েছে। ইভটিজিং প্রতিরোধে তায়কোয়ানডো হতে পারে চমৎকার একটি উপায়। এজন্য বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। ফেডারেশনের কর্মকর্তা সুস্মিতা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, শ্যামল পালিত, শওকত হোসেন, সারজু মো. নাসের, হাসান মো. রাসেল প্রমুখ। প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৬.৪৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকল্লোল সংঘের জার্সি উন্মোচন