মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চায় বইপাঠে উদ্বুদ্ধ করতে হবে

বই উৎসবের সমাপনীতে বক্তারা

| শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

শৈলী প্রকাশন আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সাহসী নেতৃত্ব দিয়েছে তরুণরা। বাঙালির যা কিছু অর্জন, সবই তরুণদের কারণে হয়েছে। বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চায় তরুণদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পাঠে উদ্বুদ্ধ করতে হবে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত বই উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। শৈলী প্রকাশনের কর্ণধার রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। এতে আলোচনা অংশ নেন কবি আনন্দ মোহন রক্ষিত, সৈয়দ তাজুল ইসলাম, শিক্ষাবিদ মর্জিনা আখতার, মেহের আফরোজ হাসিনা, প্রাবন্ধিক নেছার আহমদ, গল্পকার দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, মৃণালিনী চক্রবর্তী। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর পরিচালনায় অনুষ্ঠানে গান কবিতা ও কথামালায় অংশ নেন জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, মোহাম্মদ জহির, সুপ্রতীম বড়ুয়া, আজিজ রাহমান, চাঞ্চনা চক্রবর্তী, বিচিত্রা সেন, পিংকু দাশ, নাছিমা আকতার রিনা, আবুল কালাম বেলাল, শারুদ নিজাম, কাসেম আলী রানা, কবি লিপি বড়ুয়া, অমিত বুড়য়া, ইফতেখার মারুফ, মোখলেসুর রহমান, শিপ্রা দাশ, হেলাল চৌধুরী, রুনা তাসমিনা, জসীম উদ্দিন খান, বাসুদেব খাস্তগীর, সৌভিক চৌধুরী, প্রদ্যেৎ বড়ুয়া, সনজিত, গোফরান উদ্দীন টিটু, শামীমা আক্তার শিল্পী, শর্মিষ্ঠা চৌধুরী, তসলিম খাঁ, ফারজানা আজিম, বিপুল পাল, মর্জিনা হক চৌধুরী পপি, সৈয়দা সেলিমা আক্তার, ফারজানা রহমান শিমু, মিলান বনিক, লিটন কুমার চৌধুরী, ফাতেমা রহমান মুন্নী, তহিদ চৌধুরী, জায়তুন নেসা জেবু, কাকলী দাশ, গৌতুম কাননুগো, কাজী জাহাঙ্গীর, বাবুল কান্তি দাশ, শিউলী নাথ, জোনাকী দত্ত, নান্টু দাশ, এম কামাল উদ্দিন, আরিফ রায়হান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধঅসচ্ছল মৎস্যজীবীদের মাঝে দুই লাখ টাকা বিতরণ