ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মীরসরাই উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক এমডিএম জালাল উদ্দিন চৌধুরী গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় ব্যাংককের একটি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। জালাল উদ্দিন চৌধুরীর মরদেহ দেশে আনার পর তাঁর নামাজে জানাযার সময়সূচী জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন হার্টেরসহ নানা রোগে ভুগছিলেন। তাই অনেকদিন ধরেই ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। তিনি ১৯৩৯ সালে মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের সমজিদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ পুত্র, ৩ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর পিতা বজলুছ ছোবহান চৌধুরী ছিলেন একজন আদর্শবান সমাজ হিতৈশী। তিনি মীরসরাইয়ের অপর শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই এবং লায়ন্স এর গভর্নর ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই। উক্ত পরিবারের পরিচালনাধীন মীরসরাই উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেসব প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবেই উনাদের হাতে প্রতিষ্ঠিত। এমন শিক্ষানুরাগীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বিজিএমইএ ফোরাম পর্ষদের নতুন পার্টি প্রেসিডেন্ট, এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুস সালাম, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর সাবেক জিএস জিলানীর স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চায় বইপাঠে উদ্বুদ্ধ করতে হবে