মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব সফল করার আহ্বান

চট্টগ্রাম একাডেমিতে মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৮:৫৪ পূর্বাহ্ণ

শৈলী আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা আগামী ১০ ডিসেম্বর থেকে ৮ দিনব্যাপী অনুষ্ঠেয় ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’ সফল করে তোলার জন্য সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীদের প্রতি আহ্বান জানানো হয়।
গত ৭ নভেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম। কবি, সাংবাদিক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, শৈলী বুলেটিনের সম্পাদক আজিজ রাহমান, সাক্ষাৎকার সাময়িকীর সম্পাদক জাহাঙ্গীর মিঞা, কবিতাশৈলী সম্পাদক জসিম উদ্দিন খান, কিশোরবেলা সম্পাদক অমিত বড়ুয়া ও ছড়াশৈলী সম্পাদক কাসেম আলী রানা। তাছাড়া আলোচনায় অংশ নেন গল্পকার বিপুল বড়ুয়া, স্বকালের পরিচালক অরুণ শীল, গল্পকার দীপক বড়ুয়া, প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, কবি আবুল কালাম বেলাল, নিশাত হাসিনা শিরিন, শেখ মঈনুল হক চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, কানিজ ফাতিমা, ইফতেখার মারুফ, বিশ্বজিত বড়ুয়া, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, রুনা তাসমিনা, শান্তময় দাশ, অপু চৌধুরী, ইসমাইল জসীম, তসলিম খাঁ, জেবারুত সাফিনা, হেলাল চৌধুরী, শিপ্রা দাশ, লিপি বড়ুয়া, জোনাকী দত্ত, নান্টু বড়ুয়া, নাসিম আকতার রিনা, ফারজানা রহমান শিমু, বাসুদেব খাস্তগীর, মাহবুবা চৌধুরী, রূপক কুমার রক্ষিত, শওকত আলী সুজন, নাটু বিকাশ বড়ুয়া, এম কামাল উদ্দিন, রহমান রনি প্রমুখ। সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব উপলক্ষে প্রথম ১০০ জনকে অগ্রিম গ্রাহক করার সিদ্ধান্ত গৃহীত হয়, গ্রাহকগণ এক হাজার টাকার বিনিময়ে দুই হাজার টাকার বই পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ
পরবর্তী নিবন্ধ‘জীবন বাঁচাতে তামাক ছাড়ি’