‘মীরসরাই’ নামের বানান শুদ্ধভাবে লিখুন

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

মীরসরাইকে চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হয়। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরের জন্য মীরসরাই সমগ্র দেশব্যাপী পরিচিত। এছাড়া মীরসরাই ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ একটি প্রাচীন জনপদ। এই জনপদের নামকরণ করা হয় ‘মীর কা সরাই’ থেকে মীরসরাই।
মীরসরাইয়ের প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আলী আহমদ ১৯৮৩-৮৪ সালে এক সার্কুলার জারি করেন যে, মীরসরাই নামের বানান ‘মীরসরাই’ লেখার জন্য। কিন্তু এ সার্কুলার জারির প্রায় ৪০ বছর পরও যে যার মতো করে মীরসরাই বানান অশুদ্ধভাবে লিখে যাচ্ছেন। এমনকি জাতীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও ‘মিরসরাই’ বানান দেখা যায়। যা অশুদ্ধ বানান। মীরসরাইয়ের সকল বাসিন্দা এবং সংবাদকর্মীদের আহ্‌বান জানাই আপনারা ‘মীরসরাই’ বানান শুদ্ধভাবে লিখুন। সকলে ‘মীরসরাই’ বানান ব্যবহার করুন।
মো. জোবাইদুল ইসলাম
মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধক্রিস্টোফার কলম্বাস : দুঃসাহসী নাবিক ও ঔপনিবেশিক
পরবর্তী নিবন্ধজ্যোতির্ময়