জ্যোতির্ময়

গৌতম কানুনগো | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

গত ১৩মে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুননাহার মিলনায়তনে বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন “জ্যোতির্ময়” এর জমজমাট প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম এবং অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্মারক গ্রন্থের উপদেষ্টা সম্পাদক রাশেদ রউফ, সম্পাদক এস.এম. আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক আবুল কালাম বেলাল, কবি-শিশু সাহিত্যিক আজিজ রাহমান, চিত্রশিল্পী কবি নাটু বিকাশ বড়ুয়া এবং সংগঠক এম. কামাল উদ্দিন।
শৈলী প্রকাশন আয়োজিত এ অনুষ্ঠানে ছড়া, কবিতা, আবৃত্তি, গান ও বিভিন্ন কথামালায় অংশগ্রহণ করেন যথাক্রমে কবি কাসেম আলী রানা, পিয়াসা চক্রবর্ত্তী, সাংবাদিক এম নাসিরুল হক, অধ্যাপক পিংকু দাশ, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, শারুদ নিজাম, জাকির হোসেন কামাল, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, রেহেনা মাহমুদ, দীপক বড়ুয়া, কোহিনুর শাকি, বিশ্বজিৎ বড়ুয়া, ফেরদৌস আরা রীনু, বিপুল বড়ুয়া, রুনা তাসমিনা, সাদিয়া ফেরদৌসি শর্মী, শামীমা ফাতেমা মুন্নী, শিমু রহমান, অধ্যাপক বিচিত্রা সেন, সোমা মুৎসুর্দ্দী, শিরিন আফরোজ, কৌশিক রেইন, হামিদা খাতুন পান্না, সাইদুল আরেফীন, ইফতেখার মারুফ, গৌরী প্রভা দাশ, লিপি বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, প্রতিমা দাশ, হৈমন্তী তালুকদার, সৈয়দা সেলিমা আক্তার, মর্জিনা আখতার, বিভা ইন্দু, অধ্যাপক ববি বড়ুয়া, নুরননাহার নিপা, সারওয়ার আরমান, শিউলী নাথ, সৌভিক চৌধুরী, জোনাকী দত্ত, তারিফা হায়দার, ফারজানা রহমান শিমু, বিভাষ গুহ, এস.এম মোখলেছুর রহমান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সুমি দাশ প্রমুখ। সময় বাড়ার সাথে সাথে পুরো মিলনায়তন দর্শক শ্রোতায় পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক দর্শক শ্রোতাকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু। অনুষ্ঠানে অধ্যাপক বাসুদেব খাস্তগীরের ‘ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি ও অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থের পাঠ উম্মোচন করা হয়। ঘড়ির কাঁটা যখন রাত ৯ টার ঘরে ঠিক তখন গল্পকার শিপ্রা দাশের গানের মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দর্শক শ্রোতা অনেকদিন এ রকম জমজমাট প্রকাশনা অনুষ্ঠান মনে রাখবে।

পূর্ববর্তী নিবন্ধ‘মীরসরাই’ নামের বানান শুদ্ধভাবে লিখুন
পরবর্তী নিবন্ধশুধু সার্টিফিকেট নয়, মেধা ও দক্ষতাই পারে দেশকে এগিয়ে নিতে