মীরসরাইয়ে শিক্ষককে মারধরের অভিযোগ মেয়রের বিরুদ্ধে

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মো. রবিউল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে বারইয়ার হাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষক মো. রবিউল হোসেন, তার পরিবারের সদস্য এবং মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।
এতে মো.রবিউল হোসেন বলেন, বারইয়ার হাটে আমার বড় মেয়ের জামাই প্রবাসী ফখরুল ইসলাম খানের ৩৮ শতক জায়গায় একটি মার্কেট রয়েছে। মার্কেটটি খান মার্কেট নামে পরিচিত। ১০ বছর ধরে তিনি জায়গাটি ক্রয়মূলে দখলে রয়েছেন। কিন্তু গোলাম কিবরিয়া নামের একজন ও তার অপর তিন ভাই এসে ৩৮ শতক জায়গা থেকে ৩ শতক জায়গা দাবি করে বসেন। এ বিষয়ে গত বুধবার একটি শালিসি বৈঠকের আয়োজন হয়। উক্ত বৈঠকে আমাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেন মেয়র খোকন। এছাড়া মোবাইল ফোনও কেড়ে নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক বিভাগের জায়গা ছাড়তে ইউএনওর আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধটুইটারে নতুন ফিচার, নিজেই পরিচয় দেবে বট অ্যাকাউন্ট