টুইটারে নতুন ফিচার, নিজেই পরিচয় দেবে বট অ্যাকাউন্ট

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

বট অ্যাকাউন্টের ভালো-মন্দ বিচার সহজ করে দিতে নতুন ফিচার চালু করছে টুইটার। এর মাধ্যমে অ্যাকাউন্টে আলাদা লেবেল জুড়ে দিয়ে ‘ভালো’ বট অ্যাকাউন্টগুলো নিজেই নিজের পরিচয় দিতে পারবে। খবর বিডিনিউজের।
টুইটার বলছে, কোনো মানব ব্যবহারকারী দ্বারা পরিচালিত নয়, এমন অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে মাইক্রোব্লগিং সাইটটির সেবা গ্রাহকরা আরও বেশি প্রাসঙ্গিক তথ্য চান বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
সামাজিক মাধ্যমটি ওই কথিত ‘গুড বট’ অ্যাকাউন্টের একাধিক উদাহরণও দিয়েছে, যার মধ্যে আছে কোভিডের টিকা বিষয়ক তথ্য, ভূমিকম্প বিষয়ক তথ্য এবং জাদুঘরের তথ্য প্রচারকারী অ্যাকাউন্ট। নতুন ফিচারটি ওই ননহিউম্যান অ্যাকাউন্টগুলোর জন্য বাধ্যতামূলক হবে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। তবে প্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গকারী ভুয়া অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে আপোষহীন থাকবে টুইটার।
সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়ানোয় বহুল ব্যবহারের জন্য বেশি পরিচিত, তাই ‘বট অ্যাকাউন্ট’ শুনলেই চোখ বাঁকান বেশিরভাগ ব্যবহারকারী। অন্যান্য প্রতিষ্ঠানের মতো টুইটারের জন্যেও বড় মাথা ব্যথার কারণ ওই অ্যাকাউন্টগুলো।
গত কয়েক বছরে টুইটার কয়েক লাখ বট অ্যাকাউন্ট মুছে দিয়েছে বলে জানিয়েছে ভার্জ। তবে ওই স্বয়ংক্রিয় অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু অ্যাকাউন্ট পুরো প্ল্যাটফর্মে ইতিবাচক ভূমিকাও রাখছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শিক্ষককে মারধরের অভিযোগ মেয়রের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধকরোনার হানায় বাতিল হলো ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট